পিডিএফটিতে যা যা রয়েছে
৬০০+ ইংরেজি এমসিকিউ
প্রশ্নের সঠিক উত্তর
প্রশ্নের সাথে প্রশ্নের টাইপ
২০১০-২০২০ সালের প্রশ্ন
পিডিএফটি যেভাবে সাজানো
পিডিএফটি যেভাবে তোমাকে সাহায্য করবে
- এবার যেহেতু GST পরীক্ষার দায়িত্বের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাই তাদের বিগত সালের প্রশ্ন বুঝে প্রস্তুতি নিলে পরীক্ষায় ভাল করার সম্ভাবনা বেশি।
- পিডিএফটিতে খুব গোছানো ভাবে ২০১০ থেকে ২০২০ সালের বিভিন্ন ইউনিটের ৬০০+ প্রশ্ন রয়েছে।
- প্রতিটি প্রশ্নের রয়েছে সঠিক উত্তর এবং প্রশ্নের টাইপ। তাই তুমি সহজেই বুঝতে পারবে কোন টপিকগুলো বারবার পরীক্ষায় এসেছে এবং কোন গুলো বেশি গুরুত্বপূর্ণ।
- ইংরেজিতে যাদের ভয় বা দূর্বলতা বেশি তারা প্রশ্নগুলো সলভ করলে পরীক্ষার জন্য ইংরেজির ক্ষেত্রে একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে নিঃসন্দেহে।